সাম্প্রতিক বছরে প্রধান অর্জনসমূহ
সোনারগাঁ কৃষি বিভাগের সম্প্রসারণ কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলে-
* সরিষার স্থানীয় জাত টরি-৭ এর পরিবর্তে উচ্চফলনশীল জাত বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৭এর আবাদ বৃদ্ধি পেয়েছে।
*২০১৭-১৮ অর্থবছরে ১২০০ হেঃ জমিতে সরিষার আবাদ করে ১৩৯৫ উৎপাদন মেঃটন ও ২০১৮-১৯ অর্থবছরে ১২৫০ হেঃ জমিতে সরিষার আবাদ করে উৎপাদন ১৬১৬.২৭৫ মেঃটনে উন্নীত হয়েছে ।
*২০১৭-১৮ অর্থবছরে ৯৫০ হেঃ জমিতে গ্রীষ্মকালীন সবজি আবাদ করে ১৭১০০ মেঃটন ফলন ও ২০১৮-১৯অর্থবছরে ১১৫০ হেঃ জমিতে শীতকালীন আধুনিক উচ্চফলনশীল ও হাইব্রীড জাতের সবজি আবাদ করে ২০৭০০ মেঃটনে উন্নীত হয়েছে ।
২০১৮-১৯ অর্থ বছরে প্রধান অর্জনসমূহ
গ্রীষ্মকালীন সবজির আবাদ ২০০ হেঃ বৃদ্ধি।
১০০টি বাড়িতে ফল বাগান বৃদ্ধি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস